আন্তর্জাতিক ডেস্কঃ
করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে অস্ট্রেলিয়া।
চুক্তির ফলে আগামী বছরের জানুয়ারিতে সব নাগরিক বিনামূল্যে ভ্যাকসিন পাবে বলে আশা করছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। এর মধ্যে একটি ভ্যাকসিন উৎপাদন করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা। আরেকটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড এবং সিএসএল লিমিটেড।
ভ্যাকসিন দুটি শেষ পর্যন্ত কার্যকর প্রমাণিত হলে দুটি মিলিয়ে ৮৫ লাখ ডোজ কিনবে অস্ট্রেলিয়া। এতে ব্যয় হবে ১৭০ কোটি অস্ট্রেলিয়ান ডলার। বেশিরভাগ ভ্যাকসিনই উৎপাদিত হবে অস্ট্রেলিয়ার বায়োটেকনোলজি কোম্পানি সিএসএলে। সব ঠিক থাকলে প্রথমে ভ্যাকসিন পাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষ।