ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বুধবার এই সংসদ সদ্যসের ব্যক্তিগত সহকারী (পিএ) মোক্তার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ মে এবাদুল করিম বুলবুলের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে আছেন। গত দু’দিন ধরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
এবাদুল করিম বুলবুল তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশের বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস ও বিকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।