স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামের পদ্মবিলে দেখা মিলেছে বিরল পদ্ম ফুলের। কুমিল্লার এই পদ্ম বিশ্বকে জানান দিচ্ছে নতুন সম্ভাবনার। এখন সেই পদ্মবিলে চলছে গবেষণা।
গবেষক দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধাণ প্রফেসর ড. রাখহরি সরকার স্যার এই বিলে ভ্রমণ না করতে অনুরোধ জানিয়েছেন।
মানুষ এই বিলে নৌকা চড়তে যায় সারিবদ্ধ হয়ে। অনেকে ফুলও ছিড়ে নিয়ে যাচ্ছেন। তাই গবেষণার স্বার্থে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।