দেলোয়ার হোসেন রুবেল, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):
কনফূলী চরলখ্য ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা ইউনুস সড়কের নাম ফলক রাতের আঁধারে ফেলে দিয়ে আরেকটি নাম ফলক তৈরি করেছে দূষকৃতকারীরা।
এই বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির যূগ্ন আহবায়ক খালেদ বিন ইউনুস বলেন,কনফূলী চরলখ্য বীর মুক্তিযোদ্ধা ইউনুস আমার বাবা, আমি উক্ত ঘটনা জানতে পারিয়া চট্টগ্রাম সকল প্রশাসন বরাবরে লিখিত অভিযোগ দায়ের করি এবং পরবর্তীতে তে আমি আমার পিতা কে নিয়ে মাননীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর সাথে সরাসরি উনার সচিবালয় অফিস এবং চট্টগ্রাম উনার নিজ বাসভবনে গিয়ে দেখা করি, মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাই আমার বাবা আমাদের সমস্যার কথা সুনার পর উনি আমার বাবাকে আশ্বস্ত করে বলেন আপনি বীর মুক্তিযোদ্ধা তাই আপনার সন্মানে সড়ক আমি আপনার নামে বরাদ্দ দিয়েছি,আপনি চিন্তা করার দরকার নাই, আমি আপনার নামফলক লাগিয়ে দিবার নির্দেশ দিয়ে দিয়েছি, কনফূলী চরলখ্য ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা ইউনুস এর সন্তান মোঃ খালেদ বিন ইউনুস যূগ্ন আহবায়ক চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,
তিনি আরো বলেনঃ বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এম পি) মহোদয় সাহেব বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের অগ্রগামী সৈনিক বীর মুক্তিযোদ্ধা ইউনুস এর সন্মানে উনার নামে ১২৫০ মিটার একটি সড়ক বরাদ্দের ঘোষণা দেন। পরবতীতে স্থানীয় সরকার প্রকোশলী অধিদপ্তর (এল,জি,ই,ডি) থেকে প্রকল্পোটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা ইউনুস সড়ক এর রাস্তার কাজ সমাপ্ত করে।
৩০/১১/২০২১ ইং তারিখ মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এম পি মহোদয় কতৃক শুভ উদ্বোধনের জন্য বীর মুক্তিযোদ্ধা ইউনুস এর নামের একটি নামফলক বসিয়ে ভিত্তি স্থাপন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির যূগ্ন আহবায়ক খালেদ বিন ইউনুস সাংবাদিক দের আরও জানানঃ মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আক্তারুজ্জামান চৌধুরী বাবুর সূযোগ্য সন্তান, বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয় একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং উনি আমাদের এলাকার প্রিয় বড় ভাই,উনি মুক্তিযোদ্ধার সন্মানে বীর মুক্তিযোদ্ধা ইউনুস এর নামে ১২৫০ মিটার একটি সড়ক বরাদ্দ দেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত ২০/১১/২০২০ ইং তারিখে কে বা কার রাতের অন্ধকারে মুক্তিযোদ্ধা ইউনুস সড়ক এর বীর মুক্তিযোদ্ধা ইউনুস নামফলক ফেলে হযরত মৌলানা আলতাফুর রহমান আলভী নামফলক লাগিয়ে দেয়া হয়।
মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাই নির্দেশ দিবার পর কেন এখন ও সড়কের নাম ফলক পরিবর্তন করে দেয়া হয় নাই,আজ আমার একটা প্রশ্ন সবার উনার কাছে,তাই আমি আমাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে একজন বীর মুক্তিযোদ্ধার সড়ক এর নামফলক টি ফেলে অন্য নামফলক যারা লাগিয়েছে তারা রাষ্ট্রদ্রহীতার মত জঘন্য অপরাধ করে আমার বাবা বীর মুক্তিযুদ্ধা ইউনুস কে অপমান করেছে তাদের বিচার এর দাবিতে ন্যয় বিচার প্রার্থনা করে মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয়ের সাথে যোগাযোগ করি, মাননীয় মন্ত্রী ন্যায় বিচার এর আশ্বাস দিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্মানে পূনরায় মুক্তিযোদ্ধা ইউনুস নামের সড়ক এ বীরমুক্তি যোদ্ধা ইউনুস এর নামফলক লাগিয়ে দিবার নির্দেশ প্রদান করেন।
কিন্তু আজও পর্যন্ত সেটা বাস্তবায়ন হয় নাই।
যার ফলে আমরা পূনরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সকল বীর মুক্তিযোদ্ধা ও বীরমুক্তিযোদ্ধার পরিবারের সন্তানরা সকল অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।
তারি সাথে সাথে বীরমুক্তিযোদ্ধার নামফলক রাতের অন্ধকারে ফেলে দিয়ে অন্য নামিয়ে নামফলক লাগিয়ে যে ঘৃনিত নেক্কারজন কাজটি করেছে তার সঠিক তদন্ত করে উপযুক্ত বিচার করার দাবি যানাচ্ছি।