অনলাইন ডেস্কঃ
ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননকে সহায়তায় তহবিল গঠনে ভার্চুয়াল সম্মেলন করতে যাচ্ছে আন্তর্জাতিক নেতৃবৃন্দ। আজ ফ্রান্স ও জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
বিস্ফোরণে অন্তত ১৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে । এদিকে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ অব্যাহত রয়েছে । শনিবার রাজধানী বৈরুতে দিনভর বিক্ষোভের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দখল করে নেয় আন্দোলনকারীরা । এ সমসয় গুলির ঘটনাও ঘটে । পরে নিরাপত্তা বাহিনী তাদের সরিয়ে দেয় ।
বিক্ষোভকারী ও পুলিশ ব্যাপক সংঘর্ষে প্রায় ৮শ আন্দোলনাকারী আহত হয়েছে । আটক করা হয়েছে ২০ জনকে । বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের ছবিতেও আগুন ধরিয়ে দেয় । আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার লেবাননে বিক্ষোভে অংশ নেন অন্তত পাঁচ থেকে সাত