ফয়সাল মবিন পলাশ:
জেলা প্রশাসকের উদ্দেগে দৃষ্টি নন্দন হল কুমিল্লা টাউন হল।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলাপ্রশাসনের উদ্যোগে কুমিল্লা নগরীর বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করণের অংশ হিসেবে টাউনহল মাঠের দক্ষিণ পার্শ তথা লোহার গ্রীল সংলগ্ন চায়ের দোকান ও ফুচকার দোকান উচ্ছেদ এবং পূর্ব, পশ্চিমে পুনর্বাসন করেন।
পরে লোহার গ্রীলে প্লাস্টিক বোতলকে পুন:ব্যবহারে ৫০০টি ফুল ও পাতা বাহার গাছ লাগিয়ে দৃষ্টি নন্দন করা হয়।
জেলা প্রশাসনকে এসব কাজে সহযোগিতা করে কুমিল্লা সিটি কর্পোরেশন-রং ও ভেতরের সাইডে গাছ লাগায় ভলনটিয়ার্সবফর বাংলাদেশ, গার্ডেন লাভার্স বাংলাদেশ।
কুমিল্লা জেলাপ্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, জনস্বার্থে সকল ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।