কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার কন্সটেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করেছে র্যাব।
জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা পাওয়ায় দুপুরে গ্রেপ্তার করা হয় তাকে। এরপরই তাকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, কনস্টেবল রুবেল সাবেক ওসি প্রদীপের ঘনিষ্ঠ সহযোগী। জিজ্ঞাসাবাদের জন্য রুবেলকে র্যাব কার্যালয়ে নেয়া হলেও, পরে সিনহা হত্যায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
চাঞ্চল্যকর এ মামলায় এ নিয়ে ১১ পুলিশ সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করলো র্যাব। বরখাস্ত ওসি প্রদীপ ছাড়া মামলার ১২ আসামি এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৩১শে জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা।
সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার। এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার। পরে পুলিশ দাবি করে, আত্মরক্ষার্থেই গুলি করা হয়েছে রাশেদকে।