কুমিল্লা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কর্মসূচি আলোকে যুবলীগের এর সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহবানে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ এর উদ্যোগে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ওনার পরিবারের সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্টনায়ক শেখ হাসিনা এবং কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ সহ মহানগীর ২৭ টি ওয়ার্ডে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগ আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, যুগ্ন-আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী, সদস্য বোরহান মাহমুদ কামরুল, এ কে এম রিয়াজ উদ্দিন মুন্না, তারিখ হোসেন বাদল, কাজী শাহাআলম, আকাশ ওয়াহিদ, দুলাল হোসেন অপুসহ মহানগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।