ফয়সাল মবিন পলাশ, বিশেষ প্রতিনিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে কুমিল্লা জেলার দুই কৃতি সন্তান আতিকুর রহমান সিকদার কে সহ -সভাপতি ও সাজ্জাদ হোসেন শিমুলকে সাংগঠনিক সম্পাদক সহ মোট ৮ জন বীরপুত্রকে বিভিন্ন পদে সংযোজনের লিখিত ও সাক্ষরিত অনুমোদন দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু।
বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান সংসদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মােঃ কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মােঃ আব্বাস উদ্দিন জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহাসচিবের অনুমতিক্রমে নিন্মলিখিত বীরপুত্রদেরকে চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে সংযােজন করা হইল। গঠনতন্ত্রের আইন কানুন ও নিয়ম মেনে সংগঠন পরিচালনায় সহায়তা করিতে হইবে। কেউ গঠনতন্ত্র বিরােদী ও রাষ্ট্রদ্রোহী কোন কাজে জড়িত থাকলে তাহার পদবী ও সদস্য পদ বাতিল বলিয়া গন্য হইবে।
সভাপতি মােঃ কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মােঃ আব্বাস উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে নতুন সংযোজন কৃত বীরপুত্ররা হলেনঃ সহ-সভাপতি পদে (১) মোঃ আবু কাওসার, পিতাঃ শহীদ আব্দুল হাকিম, নবীনগর, ব্রাহ্ষনবাড়ীয়া, (২) আবু নাসের পাটোয়ারী বাচ্ছু, পিতাঃ আব্দুল করীম পাটোয়ারী, চাঁদপুর সদর, চাঁদপুর, (৩) আতিকুর রহমান সিকদার, পিতাঃ শহীদ আয়েত আলী সিকদার, মুরাদনগর, কুমিল্লা, সাংগঠনিক সম্পাদক পদেঃ (১) মাহমুদুর রহমান, পিতাঃ মােঃ মােবারক হোসেন, নবীনগর, ব্রাহ্ষনবাড়ীয়া, (২) অমির আল ফাহাদ, পিতাঃ আবু তাদের পাটোয়ারী, সেনবাগ, নােয়াখালী, (৩) মোঃ জাকির হোসেন, পিতাঃ মােঃ আব্দুল হাই মজুমদার, চাঁদপুর সদর, চাঁদপুর, (৪) সাজ্জাদ হােসেন শিমুল, পিতাঃ মােঃ নজরুল ইসলাম, মুরাদনগর, কুমিল্লা, পদবীঃ সাংগঠনিক সম্পাদক ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক মােঃ নুরে আলম, পিতাঃ এম এ হালিম, শাহরাস্তি, চাঁদপুর।
বাংলাদেশ মুক্তিযােদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগীয় কমান্ড কাউন্সিলের সভাপতি মােঃ কফিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মােঃ আব্বাস উদ্দিন, তাদের উজ্জ্বল ভবিষৎ কামনা সহ সাংগঠন পরিচালনায় আন্তরিক ভাবে সহায়তা করার জন্য জানান।
অবগত করেন, বাংলাদেশ মুক্তিযােদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, চট্টগ্রাম বিভাগীয় সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেল নির্বাহী অফিসার, ডিবি অফিস ও সংশ্লিষ্ট থানা।