কুমিল্লা প্রতিনিধি:
আজ দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজার বিওপি’র টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন “অরণ্যপুর” নামক স্থান হতে ০২ জন মাদক চোরাকারবারী আটক করা হয়।
আটককৃতরা হলেন,মোঃ মারুফ আহমেদ (৩৫), পিতা-মোঃ রাজ দুলাল, গ্রাম-অরণ্যপুর, পোষ্ট-বিবির বাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা এবং মোঃ খলিল মিয়া (৩৬), পিতা-মোঃ হারুন মিয়া, গ্রাম-মীরপুর, পোষ্ট ও থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা। এসময় তাদের কাছ থেকে ৮৯০ টি ইয়াবা ট্যাবলেটসহ (২,৬৭,০০০/-)টাকা মুল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে আটককৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর একটি অভিযানে বিবির বাজার বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন “কটক বাজার” নামক স্থান হতে ০২ জন মাদক চোরাকারবারী আটক করা হয়। আটককৃতরা হলেন, মোছাঃ রুজিনা কালী (৩০), পিতা-মোঃ কাশেম, গ্রাম-বানি, পোষ্ট-মাদাইয়া, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা এবং মোছাঃ ফাহিমা আক্তার (১৯), পিতা-মোঃ আমির হোসেন, গ্রাম-বড় কলা গাঁ, পোষ্ট-মাদাইয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ (১৭,৬০০/-) টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিল (৪০,০০০/-), ৭১ বোতল মদ (১,০৬,৫০০/-) এবং ০৬ কেজি গাঁজা (২১,০০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪,৫২,১০০/- (চার লক্ষ বাহান্ন হাজার একশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।