ফয়সাল, স্টাফ রিপোর্টার
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১১ টায় ক্যান্টনম্যান্ট ফাঁড়ি পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
ক্যান্টনম্যান্ট ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদুল হাসান বলেন, নিহত যুবকের নাম সুমন (৩০) আহমেদ। তিনি সুনামগঞ্জের দোহালিয়া গ্রামের তাজির উদ্দিনের ছেলে।
তিনি জানান, শনিবার রাতে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।