ডেস্ক রিপোর্টাঃ
আজ রবিবার (৩০শে আগস্ট) দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ২০৮৯ জন আক্রান্ত হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার লাকসাম উপজেলার ২ জন, চৌদ্দগ্রাম উপজেলার ২ জন,বুড়িচং উপজেলার ১ জন,মেঘনা উপজেলার ১ জন, মুরাদনগর উপজেলার ৩ জন,আদর্শ সদর উপজেলার ২ জন, নাঙ্গলকোট উপজেলার ১ জন,চান্দিনা উপজেলার ৩ জন, লালমাই উপজেলার ৩ জন, ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৬ জন। ।
উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৮২ জন, মুরাদনগর ৩১৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ২০৮৯ জন, লাকসাম ৪১৫ জন, চান্দিনা ৩০৫ জন, তিতাসে ১৫০ জন, দাউদকান্দি ১৮৬ জন,বরুড়া ৩১১ জন, বুড়িচং ৩১৩ জন, মনোহরগঞ্জ ২০২ জন, ব্রাহ্মণপাড়া ৯৩ জন, নাঙ্গলকোট ৪৪৫ জন, হোমনা ২৩৪ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৯৭ জন, লালমাই ১১১ জন, চৌদ্দগ্রাম ৫৮৬ জন, আদর্শ সদর ২১৩ জন, মেঘনা ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৬৭৯৪ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩১ হাজার ৬৪৩ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ৯১৩ জনের। এর মধ্যে ৬৭৯৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৭৬ জন এবং সুস্থ হয়েছে ৫২৪৪ জন।