ডেস্ক রিপোর্টঃ
আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৭৫৪ জন আক্রান্ত হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান, ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার ৩ জন, চৌদ্দগ্রাম উপজেলার ১২ জন, লাকসাম উপজেলার ১ জন, নাঙ্গলকোট উপজেলার ৫ জন, বুড়িচং উপজেলার ৪ জন, চান্দিনা উপজেলার ১ জন, মনোহরগঞ্জ উপজেলার ১ জন, দেবিদ্বার উপজেলার ৯ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৪৫ জন।
উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৯১ জন, মুরাদনগর ২১৫ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৭৫৪ জন, লাকসাম ১৭৪ জন, চান্দিনা ১৭১ জন, তিতাসে ৭১ জন, দাউদকান্দি ১১৫ জন, বরুড়া ৮৪ জন, বুড়িচং ১৪৮ জন, মনোহরগঞ্জ ৭৪ জন, ব্রাহ্মণপাড়া ৫১ জন, নাঙ্গলকোট ১৬০ জন, হোমনা ৬৯ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৭৫ জন, লালমাই ৩৭ জন, চৌদ্দগ্রাম ২২৫ জন, আদর্শ সদর ১১২ জন, মেঘনা ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ২৮৭৩ জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৭ হাজার ০৫৭ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৫ হাজার ৪১২ জনের। এর মধ্যে ২৮৭৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ৮৫ জন এবং সুস্থ হয়েছে ১০৪০ জন।