ডেস্ক রিপোর্টঃ
গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৩১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৬২৮ জন আক্রান্ত হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান – ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার ৪ জন, আদর্শ সদর উপজেলার ৫ জন, নাঙ্গলকোট উপজেলার ২ জন, লালমাই উপজেলার ৪ জন, চৌদ্দগ্রাম উপজেলার ১২ জন, দাউদকান্দি উপজেলার ১৮ জন, তিতাস উপজেলার ৪ জন, বরুড়া উপজেলার ৮ জন, মনোহরগঞ্জ উপজেলার ১৯ জন, বুড়িচং উপজেলার ১ জন, মুরাদনগর উপজেলার ১ জন, চান্দিনা উপজেলার ৯ জন, হোমনা উপজেলার ৫ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৩৯ জন।
উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৬৮ জন, মুরাদনগর ২০৭ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৬২৮ জন, লাকসাম ১৭১ জন, চান্দিনা ১৭০ জন, তিতাসে ৬২ জন, দাউদকান্দি ১১১ জন, বরুড়া ৭৮ জন, বুড়িচং ১৩৭ জন, মনোহরগঞ্জ ৭৩ জন, ব্রাহ্মণপাড়া ৪৯ জন, নাঙ্গলকোট ১২৯ জন, হোমনা ৫৬ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৬৩ জন, লালমাই ৩৩ জন, চৌদ্দগ্রাম ২০১ জন, আদর্শ সদর ১১০ জন, মেঘনা ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ২৬০২ জন। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ৮২৭ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৪ হাজার ৫৭০ জনের। এর মধ্যে ২৬০২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ৭৮ জন এবং সুস্থ হয়েছে ৭৪৭ জন।