নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৭১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দারিয়েছে ৫৯৩৮ জন। এদিনে জেলায় নতুন মৃত্যু হয়েছে ১ জনের। মোট মৃত্যু সংখ্যা দারালো ১৫১ জনে।
নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশন- ৪০, আদর্শ সদর – ১, চৌদ্দগ্রাম – ৪, লাকসাম- ৫, মনোহরগঞ্জ – ৩, বরুড়া- ৮, লালমাই- ১, নাঙ্গলকোট- ৮, ব্রাহ্মণপাড়া- ১ জন। মৃত্যু তালিকায় জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুবরনকারী ১৫০১ জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, সোমবার (১০ আগষ্ট) বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৯৩৮জন। সর্বমোট মৃত্যুবরন করেছেন ১৫১জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে নতুন ৫৫ জনসহ মোট ৪৪৬৯জন সুস্থ্য হয়েছেন।
কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ২৭৮৩৫জনের ও রিপোর্ট পাওয়া গেছে ২৬৭৮৩জনের।