ফয়সাল, স্টাফ রিপোর্টার
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সেন্দি এলাকার তাসফিন সিএনজি রিফুয়েলিং স্টেশনের পশ্চিম পাশে জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ
নিহত আব্দুর রাজ্জাক হৃদয় দাউদকান্দি পৌরসভার গাজীপুর গ্রামের আব্দুল মতিন মিন্টু মিয়ার ছেলে । নিহতের বাবা মিন্টু মিয়া সরকার বলেন, আমার পুত্র গতকাল ৩১ মে রবিবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে উওর সেন্দি তাসফিন সিএনজি পাম্পে ডিউটি করতে যায়, ডিউটির কাজ শেষ করে গভীর রাত পর্যন্ত না ফেরায়, আমি আত্মীয় স্বজনের বাসায় খোঁজ খবর নিয়ে তাকে পাইনি। আজ সোমবার সকাল ৬টার দিকে আমার পার্শ্ববর্তীর বাড়ীর এক ব্যক্তি বাড়ীতে এসে খবর দেয় উত্তর সেন্দি ফসলি জমিতে আমার ছেলের লাশ পরে আছে। আমার ছেলে কারো সাথে শত্রুতা আছে বলে আমার জানা নাই।
ম্যানেজার তাজুল ইসলাম জানান সে তাসফিন সিএনজি পাম্পে নজেলম্যান পদে দুই বছর কর্মরত ছিলো নিহত আব্দুর রাজ্জাক হৃদয়। গতকাল ২টা পর্যন্ত ডিউটি থাকলেও রাত ৮টায় হিসাব বুঝিয়ে দিয়ে বাড়ী যাওয়ার কথা বলে চলে যায়। সকালে আর ফিরে আসেনি ।
এ প্রসঙ্গে দাউদকান্দির মডেল থানার উপ-পরিদর্শক আজম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করি। নিহতের চোখে, মুখে এবং মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনার পর সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী ও দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।