ডেস্ক রিপোর্টঃ
গত ২৪ ঘন্টায় আরো ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান – কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বচ্চ ১০৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার আদর্শ সদর উপজেলার ২ জন,সদর দক্ষীন উপজেলার ২ জন, চান্দিনা উপজেলার ৫ জন, লাকসাম উপজেলার ১৩ জন, ব্রাহ্মণপাড়া উপজেলার ১ জন, বুড়িচং উপজেলার ৩ জন, চৌদ্দগ্রাম উপজেলার ১৫ জন, বরুড়া উওজেলার ৭ জন, নাঙ্গল্কোট উপজেলার ৭ জন, মনোহরগঞ্জ উপজেলার ৪ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ২২ জন।
উপজেলা আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৫৩ জন, মুরাদনগর ২৫৮ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ১০৯৮ জন, লাকসাম ২৬৩, চান্দিনা ২১৫ জন, তিতাস ১১১ জন, দাউদকান্দি ১৫৭ জন, বরুড়া ১৫০ জন, বুড়িচং ১৯১ জন, মনোহরগঞ্জ ১২১ জন, ব্রাহ্মণপাড়া ৬০ জন, নাঙ্গলকোট ২৩০ জন, হোমনা ১৬৯ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৩৩ জন, লালমাই ৬৬ জন, চৌদ্দগ্রাম ৩৭৯ জন, আদর্শ সদর ১৫৮ জন, মেঘনা ৩৬ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৪ হাজার ১৬৭ জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২০ হাজার ৯৩০ জনের, এবং রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৩৪০ জনের। কুমিল্লা জেলায় এযাবৎ মারা গেছে মোট ১১২ জন এবং সুস্থ হয়েছে ২১২৪ জন।