ডেস্ক রিপোর্টঃ
সিলেটের এমসি কলেজে ধর্ষণ মামলায় আসামি মাহফুজকে আদালতে তোলা হবে আজ। তার রিমান্ড আবেদন করবে পুলিশ।
এই মামলার ৬ আসামিকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এদিকে মামলার দুই নম্বর আসামি তারেককে গতকাল দিরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে এজাহারভুক্ত সব আসামি ও সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার রাত ১০টার দিকে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে আসামি করে মামলা করা হয়।