ডেস্ক রিপোর্টঃ
বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন।
আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক কে এম ইমরুল কায়েশ আদালতে এ দাবি করেন।
অভিযোগ গঠন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামিদের লক্ষ্য করে বলেন, ‘আপনাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় অভিযোগ গঠন করা হলো। আপানারা দোষী নাকি নির্দোষ?’ তখন আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
এরপর বিচারক সাক্ষ্য গ্রহণের জন্য ৩১ আগস্ট এবং ১, ২, ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ১৮ আগস্ট মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আজ দিন ধার্য করেন।