অনলাইন ডেস্কঃ
পুরো শক্তির দল নিয়েই ইংল্যান্ডে এসেছে অস্ট্রেলিয়া দল।
আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজ। তিন ম্যাচের প্রথমটা সাউদাম্পটনে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়।
অস্ট্রেলিয়া ইংল্যান্ডে এসেছে এক্কেবারে পুরো শক্তির দল নিয়ে। কোয়ারেন্টিন শেষে পুরোদমে চলেছে মাঠের অনুশীলন। শুধু তাই না ব্যাক টু ব্যাক নিজেদের মধ্যে ভাগ হয়েছে দুইটা প্রস্তুতি ম্যাচও খেলেছে অজিরা। ফিঞ্চ-ওয়ার্নার-ম্যাক্সওয়েল স্মিথদের সাথে স্টার্ক-কামিন্সদের নিয়ে রেংকিংয়ের ১ নম্বর দল অস্ট্রেলিয়া তাই ভালোমতই তৈরি দুইয়ে থাকা ইংলিশদের চ্যালেঞ্জ মোকাবেলায়।
ইংল্যান্ড আছে খেলার মধ্যেই। মাত্রই পাকিস্তানের সাথে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ১-১ এ ড্র করেছে মরগ্যানের দল। তবে, ঐ সিরিজে না থাকা বাটলার-আর্চারদের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও শক্তিসালী হয়েই মাঠে নামবে থ্রি-লায়ন্স। সংবাদঃ ডিবিসি