অনলাইন ডেস্কঃ
পদ্মা ব্যাংকের দুই কোটি টাকা আত্মসাৎ মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে আজ সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন দুদক কর্মকর্তারা।
এর আগে অবৈধ সম্পদসহ বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত। বুধবার (১২ আগস্ট) এ নির্দেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ।
আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা জানিয়েছেন, সাহেদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক। এর মধ্যে গত (১০ আগস্ট) অর্থ আত্মসাৎ মামলায় সাহেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অবৈধ সম্পদের মামলায় দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, মো. সাহেদের বিরুদ্ধে তার ব্যক্তিগত সম্পদ, আয়কর ফাঁকি, ভুয়া পরিচয়ে ঋণ নেওয়া ও করোনার পরীক্ষার ভুয়া রিপোর্ট সরবরাহসহ যেসব বিষয়ে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে দুদকের একটি অনুসন্ধানী দল পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে কাজ করছে। এখন অন্য মামলায় কারাগারে রয়েছেন সাহেদ। তারা যেসব বিষয়ে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলেন। তা আদালতে মঞ্জুর করেছেন। সংবাদঃ বার্তা বাজার