সুকৃতি ভট্টাচার্য্য সব কথা কি তবে শেষ হয়ে গেলো!বলার কিছুই নেই এই শ্রাবন সন্ধ্যায়?দ্বীপ শিখা নিবু নিবু হয়ে জ্বলছে,জ্বলতে জ্বলতে দ্বীপ শিখা ব্যথিত হয়েছে,না,তা হয়তো নয়।তীব্র মাত্রা থেকে সলতে একটু ছোট হয়েছে,তাই বলে এখনো শেষ হয়ে যায়নি কিছুই।নিদ্ হারা পৃথিবী জেগে আছে, এখনো কান পেতেজীবনের সাধ বসন্ত বাঁশি অশ্বক্ষুর শব্দ শুনবে বলে। শীতের নিশিতে যেমন
...বিস্তারিত পড়ুন