আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
বিস্তীর্ণ এলাকার নয়নাভিরাম পদ্মবিল দেখতে আসছেন দেশের বিভিন্ন প্রান্তের প্রকৃতিপ্রেমীরা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘাগুটিয়া-মিনারকুট পদ্মবিল সেজেছে আপন রুপে। ঝাকেঁ ঝাঁকে পদ্মের সমাহার মন কেড়ে নিচ্ছে প্রকৃতি প্রেমীদের। তবে, যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় পোহাতে হয় দুর্ভোগ। তাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানাল পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ঘাগুটিয়ায় প্রায় ২শ’ একর বিস্তীর্ণ বিলজুড়ে আসন পেতে থাকা হাজারো পদ্মের নয়নাভিরাম দৃশ্য। একদিকে প্রতিটি পদ্ম পাতার উপর টলমল পানি অন্যদিকে বিল থেকে খাবার সংগ্রহের জন্য দল বেঁধে আসা শালিকের কিচিরমিচিরে মুখরিত চারিদিক। রাতের আঁধার কেটে সূর্য উঁকি দেয়ার সাথে সাথেই হেসে উঠে পদ্ম। ভোর হলেই কলি ভেদ করে সাদা-গোলাপী রংয়ের মিশ্রণে পাপড়ি মেলে জানান দেয় সৌন্দর্য্যের।
শরতের এমনই অপরুপ সাজে সেজেছে ঘাগুটিয়া-মিনারকুট পদ্মবিল। প্রত্যন্ত অঞ্চল হলেও এই পদ্মবিল দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রকৃতিপ্রেমীরা সেখানে ছুটে আসে। এই বিলে আষাঢ় মাস থেকে পদ্মফোটা শুরু হয়। একটানা কার্তিক মাস পর্যন্ত টানা ৫ মাস পদ্মফুলে রঙ্গিন থাকে পুরো বিল এলাকা।
তবে, বিলে যাবার পথে কর্নেল বাজার থেকে ঘাগুটিয়া পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক সরু এবং অসংখ্য খানাখন্দ থাকায় যান চলাচলে দুর্ভোগ বাড়ছে দর্শনার্থীদের। দর্শনার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রইছ উদ্দিন।