রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মো. মোশারফ হোসেন।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় নরসিংদী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
মোশারফের সহপাঠীদের সূত্রে জানা যায়, রাতে বুকে ব্যাথা অনুভব করেন মোশারফ। সকালে বুকের ব্যাথা বৃদ্ধি পাওয়ায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোশারফ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বক্তা ইউনিয়নের মো: লতিফের ছেলে ।