আমি তোমাদের কাছে
ভালোবাসা চেয়েছিলাম।
ভালোবাসা মানে বুঝ তোমারা?
কিছু তোমরা দেবে আর কিছু আমি!
কিছু তোমরা নেবে আর কিছু আমি!
তোমরা ঝটপট ঠিক করে
নিলে কে কি নিবে,
আমি তাড়াতাড়ি বেঁধে ছেঁধে
দিলাম যা যা দিতে হবে।
সব পেয়ে তোমরা স্বার্থপর হয়ে গেলে,
সব পেয়েও কেন হিংস্রতা শুরু করে দেলে?
তারি সাথে শুরু করে দিলে হিসেব নিকেশ,
কে কত আঘাত দিতে পার?
ভেবেছ তোমাদের আঘাতে আমি ভেঙে যাব! তোমরা ভুলে গেছ আঘাতই আমার সামনে আঘাতে উৎসাহ দেয়।
ভালোবাসা দিলে তোমরা,
মান সম্মানও দিলে তোমরা!
কিন্তু তারসাথে কেন এই শত্রুতা! ক্ষতবিক্ষত করার এই অপচেষ্টা কেন?
আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম,
প্রতিযোগী হলে কেন?
তোমরা প্রতিযোগিতার মানে বোঝ তো?
যার থাকবে কিছু নিয়ম নীতি
পদে পদে বাঁধা থাকবে সময়!
খেলার মাঠের পরিধি থাকবে,
তার ভিতরেই দ্বন্দ্ব রবে,
কেউ জিতবে, কেউ হারবে।
জিততে তোমরা ভালই পার,
শুধু হারতেই যত ভয়!
তাই শুরু হল নিয়ম ভাংগা
হৃদয়ের পরিচয়।
আমি তো শুধু ভালোবাসা চেয়েছি,
কিন্তু শত্রুতা কেন?
শত্রুতার মানে জানো?
যার কোন নিয়ম নেই, শেষ কর অথবা নিজে শেষ হও!
যুদ্ধের মানে বুঝ, যার কোন নিয়োম নেই, নেই কোন নিতীমালা।
যুদ্ধে কেবল একটাই নীতি,
রক্ত ঝরে ঝরুক, জিতো নয়ত হারো।
আমি তো শুধু ভালোবাসাই চেয়েছিলাম
তোমরা শত্রুতা শুরু করলে কেন?
ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো,
এখনো সময় আছে নিজেকে শুধরাও।
– ফয়সাল মবিন পলাশ (সাংবাদি )