ডেস্ক রিপোর্টঃ
সৌদি আরবের জেদ্দা শহরে অনুষ্ঠিত একটি ক্রিকেট খেলায় কুমিল্লার ছেলে তারেক হোসেনের সেঞ্চুরিতে “বেঙ্গল টাইগার্স এক্সআই” এর জয়। দেশ ছেরে এবার প্রবাসের মাটিতে ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করছে তারেক হোসেন। খেলায় তারেক হোসেন ৬২ বলে ১৩২ রান করে তাঁর টিম “বেঙ্গল টাইগার্স এক্সআই” কে বিজয়ী করতে সক্ষম হয়।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন রাজা চাপিতলা গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে তারেক হোসেন। বিদেশের মাটিতে এমন সাফল্য অর্জন করে দেশের নাম উজ্জ্বল করায় খুশি প্রবাসি বাংলাদেশি অনেকেই। ফেসবুকে স্ট্যাটাস দিয়েও অভিনন্দন জানিয়েছে তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁর এমন সাফল্যে খুশি এলাকাবাসী ও তাঁর বন্ধু-বান্ধব।
গত শুক্রবার (১০ জুলাই) সৌদি আরবের জেদ্দা শহরে গ্রীষ্মকালীন ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় বেঙ্গল টাইগার্স এক্সআই এবং বিডি চ্যালেঞ্জারস নামক দুই টিম অংশগ্রহণ করে। খেলায় বেঙ্গল টাইগার্স এক্সআই টস জিতে প্রথম ব্যাটিং করার সুযোগ পায়। ওপেনিং ব্যাটিং করতে এ মাঠে নামে কুমিল্লার ছেলে তারেক হোসেন এবং হেলাল আহম্মেদ। পরে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট পরতে থাকে বেঙ্গল টাইগার্স এক্সআই’র। পরবর্তিতে খেলার হাল ধরেন তারেক হোসেন ও আরিফ। তাদের দুজনের মধ্যে পার্টনারশিপ হয় ৭৫ রানের। নির্ধারিত ১৬ ওভার শেষে বেঙ্গল টাইগার্স এক্সআই ৪ উইকেটের বিনিময় সংগ্রহ হরেন ২২৮ রান।
৬২ বলে তারেক হোসেনের ব্যাট থেকে আসে ১৩২ রান (নট আউট)। তারেক হোসেনের এমন অপরাজিত সেঞ্চুরিতে ২২৮ রানের টার্গেট দেয়া হয় খেলার বিপরিত টিমকে। খেলার বিপরিত টিম “বিডি চ্যালেঞ্জারস” ১৪.৫ ওভারে ১৭২ রান করে অল-আউট হয়ে পরাজিত হয়।
এ সময় তারেক হোসেনে কুমিল্লা টাইমস কে জানান, আমি আমার টিমকে বিজয়ী করতে পেরে ভিষণ খুশি। আমি যখন সেঞ্চুরি করি তখন আমার চেয়ে বেশি আনন্দ হতে দেখেছি আমার টিম মেম্বারদের। আমি আমার টিম মেম্বারদের প্রতি কৃতজ্ঞ, তাদের সকলের ভালোবাসায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি।