ডেস্ক রিপোর্ট:
হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিরুদ্ধে লিওনেল মেসিদের এই হারে শোকাহত হয়েছেন আর্জেন্টাইন ভক্তরা। অনেকে তো এখনো দুঃস্বপ্ন মনে করছেন। এরই মধ্যে এসেছে আরেক দুঃসংবাদ। টিভিতে খেলা দেখতে দেখতে এক আর্জেন্টাইন ভক্ত মৃত্যুবরণ করেছেন।
কুমিল্লায় টিভিতে আর্জেন্টিনার খেলা দেখার সময় শেষ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই সমর্থকের নাম কাউসার জাভেদ কাকন (৪০)। খেলার শেষ দুই মিনিটের সময় আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত তখনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।
কাকন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার বাসিন্দা। তিন সন্তানের পিতা তিনি।
নিহত কাকনের ভাই আনোয়ার পারভেজ মামুন জানান, তার ভাই আর্জেন্টাইন সমর্থক। বিকিলে কুমিল্লার নিমসারের শিকারপুরে জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে সবাই মিলে খেলা দেখার সময় ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন তিনি হৃদরোগে আক্রন্ত হন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।