- সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরের সোনারামপুর যুব উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সোনারামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কবুতর উড়িয়ে ও একটি বৃক্ষ রোপণ করে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদবধন করেন, প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান মোঃ নোয়াব সরকার ও প্রতিষ্ঠানটির সভাপতি মাফিজ সরকার রানা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান মোঃ নোয়াব সরকার বলেন… এমন সামাজিক সংগঠন না থাকলে এলাকার উন্নয়ন হয়না, তাদের মাধ্যমে এলাকার অনেক মানুষ উপকৃত, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ…
সংগঠনটির সভাপতি মাফিজ সরকার রানা বলেন, সুদূর প্রবাস থেকে আমাদের সকল সামাজিক কাজে অর্থ দিয়ে সহযোগিতা করছে আমাদের গ্রামের প্রবাসী ভাইয়েরা। তাদের পাশা-পাসি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সহোযোগিতায় আমরা এতো দূর আসতে পেরে আনন্দিত। এভাবেই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এমরান সরকার মেম্বারসহ আরো উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার খুরশেদ আলম, আবু তাহের মেম্বার, ডাক্তার আলাউদ্দিন, ডক্তার জাহাঙ্গীর, জাকির মাষ্টার, মাওলানা মামুনুর রশীদ, হামিদ মাষ্টারসহ সংগঠনের সকল সদস্য বৃন্দ প্রমুখ।
সোনারামপুর যুব উন্নয়ন সমবায় সমিতি গতবছর প্রতিষ্ঠা করার পর থেকে অত্র এলাকার অসহায় দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ, কম্বল বিতরন সহ অসহায় পরিবারের সদস্যের বিয়েতে আর্থিক অনুদান, মসজিদ মাদ্রাসায় বিশেষ ভূমিকার রখাসহ সকল সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।