পঞ্চগড়ের করতোয়া সেতুর নিচে সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নদীতে পাথর উত্তোলন করতে আসা কয়েকজন প্রসবের পর যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই নারীকে দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ওই নারী ও সদ্য ভুমিষ্ঠ কন্যা সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রথমিকভাবে ওই নারীর নাম লিপি আক্তার ও স্বামীর নাম মাঞ্জা মিয়া বলে জানা গেছে। তার স্বামীর বাড়ি পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায়। ভবঘুরে স্বামী ভরণপোষণ না দেয়ায় মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন ধরে ৪ বছরের এক সন্তানসহ শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবনযাপন করছিলেন।