বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন সিমানার পাড় দরবার শরীফের ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার (৮ই মার্চ) বেলা ২ঘটিকা হইতে সিমানার পাড় মাদ্রাসা মাঠে সারা রাত্রব্যাপি চলবে ওই মাহফিল।
বাংলাদেশ তালিমে হিযবুল্লাহর আমির অধ্যক্ষ আলহাজ্ব হজরত মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
হযরত মাওলানা আতিকুর রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় ও আমেরিকান প্রবাসী শাহীন খানের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভি.পি. জাকির হোসেন।
মোঃ ওবায়দুল হক ও নুরুল ইসলাম মাষ্টারেরপরিচালনায় উক্ত মাহফিলে প্রধান মেহমান উপস্থিত থাকবেন, পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী।
প্রধান আকর্ষণ, আড়াইবাড়ী দরবার শরীফের গদ্দিনীশিন পীর হযরত মাওলানা গোলাম পরোয়ার সাঈদী সাহেব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ ওয়ালী উল্লাহ আশেকী, বিশেষ বক্তার বক্তব্য রাখবেন হযরত মাওলানা শায়েখ মোশতাক আহাম্মদ মোজাহেদী আল ক্বাদরী সাহেব।
উক্ত মাহফিলে আরো উপস্থিত থাকবেন, দৌলতপুর দরবার শরিফের পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ নাঈমুর রহমান, গাজিপুল কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব, হযরত মাওলানা আব্দুর নুর পীর সাহেবসহ আরো উপস্থিত থাকবেন, আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী মাওঃ মোঃ ইকরামুল হক মুরাদীসহ আরো ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ নেকি হাসিল করুণ।