স্টাফ রিপোর্টঃ
রাজধানীতে দেশি পেঁয়াজের পাইকারি দর ৭৫-৮৫ টাকা, ভারতীয় ৬০ টাকা।
গতকালের দামেই স্থির রয়েছে রাজধানীর পেঁয়াজের বাজার। তবে স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ এলে দাম কমার আশা করছেন ব্যবসায়ীরা। শনিবার কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের পাইকারি দর ৭৫ থেকে ৮৫ টাকা। ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা।
অন্যদিকে, খুচরা বাজারে এলাকা ভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫ থেকে ১০০ টাকা। ভারতীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের সরবরাহে কোন সংকট নেই। তাই গত বছরের মতো এ বছরের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন, আমদানিকারকরা এবার আগে থেকেই সতর্ক ছিলেন। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে বাজার তদারকি করতে নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।