ডেস্ক রিপোর্টঃ
ভার্চ্যুয়াল জগতে আলোচিত নাম সানাই মাহবুব। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইতোমধ্যে চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। তবে প্রথমবারের মতো ভারতের মালায়ালাম সিনেমাতে কাজ করতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
কিন্তু ২০২০ এর ঈদুল আযহার দিন তিনি ৯০% উলঙ্গ হয়ে ফেসবুক লাইভে ঈদ সুভেচ্ছা জানালেন।
মডেল সানাই মাহবুবের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন রাসেল মিয়া, আজ (০৩ আগষ্ট) রাসেল মিয়া তার ফেসববুক আইডি থেকে সানাই এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেন।
রাসেল মিয়া তার ফেসবুক পোষ্টে লিখেন, বাধ্য হয়ে সানাই এর বিরুদ্ধে আমি রাসেল মিয়া মামলার প্রস্তুতি নিলাম!
একজন পর্নো স্টারও ঈদের শুভেচ্ছা জানানোর সময় নিজেকে একটা সার্বজনীন পরিবেশ দেওয়ার চেষ্টা করে অথচ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় জানানোর সময় ফেসবুক লাইভে এসে দেশবাসী ও ভক্তদের খুবই লাজুক পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সানাই,সানাই এর অশালীনতা দিনে দিনে ভারচুয়াল প্লাটফর্মে যুবকদের জীবন ধংষ সহ নারী ও শিশু ধর্ষনের প্রভাব ফেলছে বলে আমি মনে করছি!
এমতাবস্থায় ঈদের ছুটি কাটিয়ে মহামান্য আদালত খুললেই আমি রাসেল মিয়া বাদী হয়ে মামলা করার সিদ্ধান্ত গ্রহন করেছি, এই বিষয়ে দেশবাসীর মতামত ও সুপরামর্শ চাচ্ছি!
অত্যন্ত দুঃখের বিষয় হলো এইযে ১৮ এপ্রিল ২০১৮ ইং থেকে আমি রাসেল মিয়া-র সাথে ময়নার শেষ কথা নামে নাম ভূমিকায় একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে জুটিবেঁধে অভিনয় করেছিলেন এই সানাই তখন অবশ্য তিনি আজকের সানাই ছিলেননা!
আমি রাসেল মিয়া-র দর্শক সহ দেশবাসীর দোয়া ও সহযোগিতা চাই…. ধন্যবাদ