বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
অন্তর্র্বতী সরকারের বড় সংস্কার হবে সুষ্ঠু নির্বাচন দেওয়া – কায়কোবাদ বরুড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, অপসারণের দাবি কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩ কুমিল্লা কি অ্যামাজন জঙ্গল থেকে এসেছে; প্রশ্ন জামায়াত আমিরের সাবেক মন্ত্রী কায়কোবাদের জনসাধারণের কাছে খোলা চিঠি কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণা তিতাসে নিখোঁজের সাড়ে তিন মাস পর বৃদ্ধ নারী’র হাড়গোড় উদ্ধার দেবিদ্বারের ধামতীতে ইউপি চেয়ারম্যানের বসতজমি দখল চেষ্টার অভিযোগ মুরাদনগরে সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ কুমিল্লার যুবক বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক মন্ত্রী কায়কোবাদ এর মামলা প্রত্যাহারে দাবি হেফাজতে ইসলামের সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার দেশত্যাগে নিষেধাজ্ঞা সাংবাদিকদের মতো রাস্তায় ঘুরি না আমি, আমার কাজ আছে’ কুমিল্লা ময়নামতি ডাক্তারদের যৌন নির্যাতনের শিকার নারী শিক্ষার্থী; থানায় অভিযোগ কুমেকের প্রধান সহকারি দেলোয়ারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

সাংবাদিকদের মতো রাস্তায় ঘুরি না আমি, আমার কাজ আছে’

  • আপডেটের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান নাইমকে হেনস্থা ও তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হাসপাতালের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। শনিবার (৯ নভেম্বর) হাসপাতালের রিসিপশনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম। পরে, সেখানে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজার কাছে প্রসুতির মৃত্যুর অভিযোগের বিষয়টি জানতে চাইলে সেলিম রেজা ওই সাংবাদিককে হেনস্থা করেন ও উচ্চ বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে হাসপাতালের ছবি তোলার কারণ জানতে চেয়ে গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইমের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা।

এই বিষয়ে ভুক্তভোগী গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম বলেন, এইচ আর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তাদের হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি মারা গিয়েছিল। সাংবাদিকরা তো আর এক পক্ষের কথা শুনে সরাসরি একটি হাসপাতালের বিরুদ্ধে লিখতে পারে না। সেই জন্যই আমি হাসপাতালের চেয়ারম্যানের বক্তব্য নিতে গিয়েছিলাম। উনার কাছে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলাম। সাথে সাথেই উনি ক্ষেপে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা ও উচ্চবাক্য বিনিময় করতে লাগলেন। তিনি আমাকে বলতে লাগলেন, সাংবাদিকদের মত আমি রাস্তায় রাস্তায় ঘুরি না, আমার অনেক কাজ আছে। কিছু বলতে পারবো না এই বিষয়ে। এক পর্যায়ে আমি ওনার হাসপাতালের ছবি তুললাম কেন এই কথা বলে উনি আমার মোবাইল ছিনিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করে। একপ্রকার জোড় করেই আমি আমার ফোন ওনার কাছ থেকে উদ্ধার করি। সাংবাদিক তথ্য সংগ্রহে যাবে, ছবি তুলবে এটা তো স্বাভাবিক বিষয়। এটার জন্য তিনি একজন সাংবাদিককে হেনস্তা করতে পারেন না। তার মোবাইল ছিনিয়ে নিতে পারেন না। আমি আমার সাথে হওয়া এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই।

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমার বিষয়ে আনিত অভিযোগগুলো মিথ্যা। আপনারা অফিসে আসেন। সামনা সামনি কথা বলে সমাধান করি।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতওয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আপনার মাধ্যমে এটি শুনলাম। আমাদের কাছে যদি লিখিত অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এই বিষয়ে জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান তীব্র নিন্দা জানিয়ে বলেন, সহকর্মী জাহিদের সাথে এমন আচরণের জন্য অবশ্যই এইচ আর হাসপাতালের চেয়ারম্যানকে ক্ষমা চাইতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে, এর দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী এনামুলক ফারুক বলেন, সাংবাদিক জাহিদ হাসান নাঈমের ওপর হামলার ঘটনা অ অত্যন্ত দুঃখজনক। আমরা প্রেসক্লাব থ থেকে সিভিল সার্জন বরাবর অভিযোগ জানাবো।সাংবাদিকে হেনস্তা করার উপযুক্ত ব্যবস্থা করা না হলে প্রেসক্লাব থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, সাংবাদিকদেরকে হেনস্তা করা ন্যাক্কারজনক ঘটনা। লিখিত অভিযোগ পেলে আমরা ওই হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৮ নভেম্বর) দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com