রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
সমাধানের আশ্বাসে আট দফা দাবিতে চলমান আন্দোলন স্থগিত করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মচারী সমিতি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালনকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত হয়ে কর্মচারীদের সকল দাবী মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে আন্দোলন স্থগিত করেন কর্মচারীরা।
এসময় প্রক্টর বলেন, তাদের দাবী গুলো নীতিমালায় সম্পৃক্ত। নীতিমালা ঠিকটাক ভাবে হলে তাদের দাবীগুলো পূরণ করা হবে। এই বিষয়ে মাননীয় উপাচার্য এর সাথে কথা হয়েছে। সিন্ডিকেট আছে এ সংক্রান্ত একটি কমিটি দেওয়া হবে। পরবর্তীতে সিন্ডিকেট সিন্ধান্তের আলোকে প্রস্তাবিত দাবি গুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
আন্দোলনকারীদের আট দফা দাবিগুলো হলো- জেষ্ঠ্যতার ভিত্তিতে মৌখিক পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণকৃত আপগ্রেডেড অভ্যন্তরীণ সকল প্রার্থীকে নিয়োগ প্রদান, কর্মচারীদের জন্য যুগোপযোগী নীতিমালা প্রনয়ণ এবং সংশোধন, ল্যাভ টেকনিশিয়ানদের প্রস্তাবিত সময়সীমা নীতিমালায় সংযুক্ত করা, যাদের বিভাগীয় মামলা ও সাময়িক বহিষ্কারাদেশ আছে তাদের সাধারণ ক্ষমা করা।
এছাড়াও ওভারটাইম কর্ম ঘন্টা বৃদ্ধি এবং স্কেল অনুযায়ী নীতিমালা প্রনয়ণ, কর্মচারীদের উচ্চশিক্ষার প্রশাসনিক অনুমতি এবং সনদপত্র নথিভুক্ত করণ করা,যথাসময়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং আপগ্রেডেড কর্মচারীদের স্থায়ীকরণ এবং ইলেকটিশিয়ান ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্তকরণ।
উল্লেখ্য গত রবিবার থেকে আট দফা দাবীতে আন্দোলন করছে কর্মচারী সমিতি।