যশোরের শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আর নেই।ইন্নালিল্লাহি……রাজিঊন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৫) বছর।
সোমবার (১৯ জুলাই)ভোরের দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘ একমাস অসুস্থ থাকাকালীন সময়ে ভোরে নিজ বাড়িতে মারা যান।
সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা,শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডসহ স্থানীয় নেতৃবৃন্দ জানাজা নামাজে উপস্থিত ছিলেন।