সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ “এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় ইউনিয়ন কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার গোপিনাথপুর কমিউনিটি ক্লিনিকে এই প্রশিক্ষণ শুরু হয়।
জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকা সহযোগিতায় ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি),স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ক্লিনিক পর্ষদের সভাপতি ও ডিহি ইউপি প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেফালী খাতুন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, (সিএইচসিপি) শাহেন-শাহ তরফদার,পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মর্জিনা খাতুন,স্বাস্থ্য সহকারী শাহিদা খাতুন,শিক্ষক মোমিনুর রহমান, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন,নারী ইউপি সদস্যা সাহিদা বেগম, সাংবাদিক নূর ইসলাম তরফদার, কাশিপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহানুর আলম সুমন, ডাঃ সোহাগ পাটোয়ারী, আনিসুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ।