নিজস্ব প্রতিবেদক:
মরহুম ফারুক চৌধুরী স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে চ্যালেঞ্জার ফুটবল একাদশকে ১ঃ০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন স্বেচ্ছায় রক্তদান ফুটবল একাদশ। গতকাল শুক্রবার কুমিল্লার ঐতিহ্যবাহী মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধের শুরুতেই চোখধাঁধানো গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় বন্ধন ফুটবল একাদশের সাজ্জাদ। ফলে কিছুটা চাপের মুখে পড়ে যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা। প্রথমার্ধের শেষের দিকে প্রতিপক্ষের শিবিরে জোরালো আক্রমণ করতে ব্যর্থ হয় চ্যালেঞ্জার্স একাদশ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণভাগ গুছিয়ে প্রতিপক্ষের শিবিরে একের পর এক হানা চালায় চ্যালেঞ্জার্স বাহিনী। বন্ধন একাদশের গোলরক্ষক মারুফের চমৎকার শৈলীতে শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয় চ্যালেঞ্জার্স।
বাকি সময়ে উভয় দলের গোল করার জন্য কয়েকটি সুযোগ আসলেও গোল করত ব্যর্থ হওয়ায় ১ঃ০ ব্যবধানে মাঠ ছাড়ে উভয় দল। ফলে টুর্নামেন্টে ২য় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে বন্ধন স্বেচ্ছায় রক্তদান সংগঠন ফুটবল একাদশ।