রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের( কুবি) সামাজিক সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিখানায় প্রায় ৫০ টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মর্কেটিং বিভাগের অফিস সহকারী মোঃ হাবিবুর রহমান, ঢাকা ইয়ং লায়ন্স ক্লাবের ক্লাব ডিরেক্টর লায়ন্স মোঃ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এই সময়ে লায়ন জাকারিয়া বলেন, উই সার্ভ মটোকে লক্ষ্য করে সমাজের জন্য লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম বলেন,”আমরা লিও ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ বাস্তবায়ন করে থাকি। সবার জন্য শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাবঞ্চিত ছাত্রদের জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত।”