ডেস্ক রিপোর্টঃ
লঘুচাপের ফলে সারাদেশে বৃষ্টি হচ্ছে। লঘুচাপের শুরু থেকে সমুদ্রবন্দরে রয়েছে ৩ নম্বর সতর্কতা। ধারাবাহিক ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ শনিবার (২২ আগস্ট) ঝড়বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ ১৯ জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, রাজধানীতে টানা বৃষ্টিতে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।