বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে শুরু হয়েছে সাত দিনের ‘লকডাউন’।
তারই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার বাঙ্গরা বাজারে বেড়েছে পুলিশের নজরদারি।
কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করার কথা ছিল। তবে সোমবার সকালে উক্ত বাজারের চিত্র দেখা গেল আগের মতই।
সারাদিন ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকলেও বিকেল গড়াতেই বাজারের সকল দোকান পাট বন্ধ রাখতে দেখা গেছে। খোলা ছিলো ফার্মেসি সহ কিছু মুদি দোকান।
রাস্তায় পথচারীদের সবাই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন নন। মাস্ক ছাড়াই অনেককে চলাফেরা করতে দেখা গেল বাঙ্গরা বাজার এলাকায়।
বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার কুমিল্লা টাইমস কে জানানা, সারাদেশে ৭দিনের লকডাউন ঘোষণা দেয়া হয়েছে, তাই আমরা জনগনের সার্থে জন সচেতনতামূলক মাইকিংসহ বাজারের সব দোকান পাট নির্ধারিত সময়ে বন্ধ রাখতে আদেশ করেছি।