ডেস্ক রিপোর্টঃ
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কর্মসূচিকেঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষেরঘটনা ঘটেছে।
শনিবার (১৩ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষেরঘটনা ঘটে। বিএনপির সমাবেশকে কেন্দ্রকরে প্রেসক্লাব ও সচিবালয় এলাকাবন্ধ করেদিয়েছে পুলিশ।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাববাতিলের সিদ্ধান্তেরপ্রতিবাদে জাতীয়প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত বিক্ষোভকর্মসূচি শুরুহয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষেরঘটনা ঘটে। এই কর্মসূচিকে কেন্দ্রকরে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই বিক্ষোভ ঢাকা মহানগরীসহ সারাদেশেরমহানগর পর্যায়ে অনুষ্ঠিতহওয়ার কথারয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকস্রাধিক নেতাকর্মী সমাবেশেঅংশ নিয়েছে। নেতাকর্মীদের মিছিল ওস্লোগানে পুরোপ্রেসক্লাব ও আশপাশের এলাকাউত্তপ্ত হয়ে উঠেছে।
এর আগে, গত বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধেঅবদানের জন্য সাবেকরাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলে জাতীয়মুক্তিযোদ্ধা কাউন্সিলের(জামুকা)সভায় সিদ্ধান্তের প্রতিবাদে দুই দিনের কর্মসূচিঘোষণা করে বিএনপি। রাষ্ট্রীয় খেতাববাতিলের সিদ্ধান্তকে রাজনৈতিক অপচেষ্টা আখ্যা দিয়ে এর প্রতিবাদে শনিবার ঢাকাসহ দেশেরসব মহানগরে এবং রবিবার দেশের সব জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভমিছিলের কর্মসূচি পালন করবে দলটি।
মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে সাবেকরাষ্ট্রপতি ও সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে ‘বীর উত্তম’ খেতাব দেয়া হয়েছিল। গত মঙ্গলবার জাতীয়মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সেই খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএন পি বলছে, এটি রাজনৈতিক প্রতিহিংসারকারণে করা হয়েছে।
এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বিষয়টি নিয়ে গণমাধ্যমেরসঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘খবরটা অনেকেই হয়তো ঠিকমতো পরিবেশন করেন নাই। বঙ্গবন্ধুর চার হত্যাকারীর বিরুদ্ধে আদালতে রায় ঘোষিত হয়েছে। তাদের রাষ্ট্রীয় সনদ বা সম্মাননা সেটা বাতিল করা হয়েছে। আরো চারজনের না ম এসেছে দালিলিক প্রমাণসহ। যারা বঙ্গবন্ধুহত্যার সঙ্গে জড়িত রয়েছেন। এদেরমধ্যে জিয়াউর রহমান, খন্দকার মোশতাক, মাহবুবুল আলম চাষী রয়েছেন। সেজন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, আগামী সভায় এ বিষয়ে কী কী দালিলিক প্রমাণ আছে সেটা দাখিল করার জন্য। এবং তাহলে তাদের সম্মাননা বাতিল করা হবে।’