সাজ্জাদ হোসেন শিমুলঃ
দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তযোদ্ধা” পরিবারের স্বেচ্ছাসেবীদের মাঝে সৃষ্টি হয়েছে অন্যরকম এক আনন্দমূখর পরিবেশ।
গত বৃহস্পরিবার (২৮ জানুয়ারি) “রক্তযোদ্ধা” সংগঠনের নবাগত কমিটি প্রকাশ পেয়েছে। আগামী ১বছরের জন্য এই কমিটি প্রকাশ করার হয়েছে।
প্রকাশিত সংগঠনের সম্পাদক পদ সহ উপদেষ্টা পদ এই কমিটিতে রয়েছেন। প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়ামিন হোসেন, সভাপতি মেহেরাব হোসেন ত্বাহা ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রনি সহ একাধিক স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছে, সহ-সভাপতি হাসিফুল হাসান, সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ মুমিন, ইসমাইল আলভি, অর্থ সম্পাদক এফ এস ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ইফতি, সহ-সাংগঠনিক সম্পাদক তৌসিফ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাকিবুল হুদা নিলয়, মোঃ লিমন সরকার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সাকিব, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরীফ আব্দুল্লাহ, যোগাযোগ বিষয়ক সম্পাদক- কাউছার আহমেদ, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক- মেহেদি হাসান, প্রচার সম্পাদক- কাউছার সরকার বিজয়, সহ-প্রচার সম্পাদক- মোঃ রাছেল আহম্মেদ, বাইজিদ সরকার, আজহারুল ভুঁইয়া অনিক, দপ্তর সম্পাদক- হাসান খান, সহ-দপ্তর সম্পাদক- মোঃ সজীব মিয়া, ডোনার নিয়ন্ত্রক- এফ এস ফয়সাল, সহ-ডোনার নিয়ন্ত্রক- ফয়সাল আহম্মেদ রনি, ইসমাইল আলভি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- রিয়া ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ফৌজিয়া আহমেদ রিফা, মহিলা বিষয়ক সম্পাদক- সানজিনা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক- খাদিজা আক্তার মিতু, সামিয়া আক্তার রেহেনা সহ কার্যকরী সদস্য- অর্পা শীল, লিমন ইসমাইল, সাহীন আলম, আদিবা রুপা, নাসরিন সুলতাসা আদিবা, খালিদুর রহমান সিজান, মেহেদী হাসান অভি, সাইফুল ইসলাম সাইফ, আর এস সাদিয়া, সিফা বিনতে অকসির, শাহরিয়ার সিফাত, রুদ্র ভৌমিক।
উপদেষ্টাদের মধ্যে রয়েছেন, ওবায়দুল হক অবিদ, ইমরান তাহির, খাইরুল হাসান, আহসান উল্লাহ রাজিব, নাইমুর হক চৌধুরী, ডি.এম রিয়াদ, এনামুল সিদ্দিকী, হাসান মুন্সি, নুরুল ইসলাম নাহিদ, কাউছার আলম, জালাল মিয়া, আদনান পনির, নাইম হাসান, মোঃ সজিব, মোঃ আশিক, কাউসার মুমিন, এইচ এম সজিব, মোঃ আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম ইমন, মোহাম্মদ আফসার, মোঃ মেহেদি, সাইফুল ইসলাম নীরব, রিফাত হাসান, সজিবুর রহমান সজিব।
রক্তযোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়ামিন হোসেন জানান, বিগত সময় দেখা গেছে করোনায় দেশের এই ক্লান্তিলগ্নে সারা দেশ যখন নিশ্চুপ তখন দেশের বিভিন্ন সামাজিক সংগঠন সমাজ ও দেশের পাশে দাঁড়িয়েছিলো। ঠিক সেই মূহুর্তে রক্তের চাহিদা মিটানোসহ সারা দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ করেছে রক্তযোদ্ধা পরিবার। তাছাড়া অসহায় হতদরিদ্র মানুষকে বিনামূল্যে ঔষধ কিনে দেয়া ও ক্যান্সার রোগীকে সামাজিক ভাবে অর্থ সংগ্রহ করে দিয়েছে রক্তযোদ্ধা সংগঠন।
তিনি আরো জানান, আগামীতে এই কমিটির সামাজিক ও মানবিক কাজে সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আশাবাদী।