সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে যৌতুকের জন্য গৃহবধু ইয়াসমিন হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গরার বিক্ষুব্ধ এলাকাবাসী ও সর্বস্তরের জনগন আজ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার বাঙ্গরা বাজার ডাক বাংলোর সামনে এ মানববন্ধন আয়জন করে।
মঙ্গলবার বেলা নয়টা থেকে সারে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত মানবন্ধনে বক্তারা এ ন্যাকারজনক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ঘটনায় জড়িত ইয়াসমিনের স্বামী সাইফুল ও শাশুড়ি শেফালী বেগমকে গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় সামাজিক সংগঠন ফুড ব্যাংক ফাউন্ডেশন ও মানবতার ডাকে “প্রত্যয়” এবং বৃহত্তর কুমিল্লা ব্লাডব্যাংক বাঙ্গরা বাজার থানা শাখা সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠন এর স্বেচ্ছাসেবী বৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আবু বকর সবুজ, আনিসুর রহমান খান, পাঠ গবেষনা ইনইস্টিটিউট এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এম.এ হান্নান, ফুড ব্যাংক ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইয়াসিন আহমেদ জয়, ইকবাল হোসেন, রবিন মিয়া, শাহ জালাল প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফুড ব্যাংক ফাউন্ডেশনের পরিচালক মোঃ সাইদুর রহমান, মকবুল হোসেন, ইউনুস মমিন, মোঃ আশিক, মোঃ কাইয়ুম মিয়া, হারুনর রশিদ প্রমুখ।
গত শনিবার (৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুকের জন্য প্রাণ হারিয়েছে ইয়াসমিন আক্তার। অভিযোগ, যৌতুকের টাকা না দেয়ায় স্বামীর ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিলো গৃহবধু ইয়াসমিন কে। ইয়াসমিন কুমিল্লার মুরাদনগর উপজলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানাপার গ্রামের আব্দুল আউয়াল মিয়ার মেয়ে। শনিবার সকাল সাড়ে দশটায় কসবা পৌরসভা বিসাবাড়ি গ্রামের মুন্সি ভিলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী সাইফুল ও শাশুড়ি পলাতক রয়েছে।