সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় মুখে মাস্ক ও স্বাস্থ্যবিধি না মানায় ৭টি গাড়ি চালকের নিকট থেকে এক হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর- বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলা মোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান।
এসময় উপস্থিত ছিলেন, থানার (এসআই) নজরুল ইসলাম, ইউএনও অফিসের পেশকার শাহাজালাল প্রমূখ।