সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ
যশোরে ২০পিস স্বর্ণের বারসহ ইমাদুল হোসেন (২৮) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে শহরের পৌরপার্কের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক ইমাদুল বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদে জানা যায় স্বর্ণ পাচারকারী একটি চক্র যশোর শহরের পৌরপার্কের সামনের রাস্তা দিয়ে স্বর্ণের একটি চালান নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা চলছে।এমন সংবাদের ভিত্তিতে শহরের পৌরপার্ক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ইমাদুলকে আটক করা হয়।পরে তার শরীর তল্লাশি করে ৫টি প্যাকেটে মোট ২০পিস স্বর্ণেরবার পাওয়া যায়।ইমদাদুল হোসেন র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃত বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।জব্দকৃত স্বর্ণের মুল্য ১কোটি ৬৩ লাখ টাকা বলে জানায় বিজিবি সদস্যরা।