সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরে (৩০পিস সাড়ে তিন কেজি) স্বর্ণেরবারসহ তিন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজার পাঁকা রাস্তার উপর থেকে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার উপজেলার গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা (৫৫) এবং ঢাকার গেন্ডারিয়া উপজেলার কালীগঞ্জ শাহা রোড়ের পংকজ দত্ত (৪৮)।
যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর- মাগুরা সড়কের বাহাদুরপুর বাজার পাঁকা রাস্তার উপর শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০টি স্বর্ণের বারসহ তিন জনকে আটক করা হয়।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ২কোটি ৪১লাখ ৫০হাজার টাকা বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।