সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
“ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদ্বোধন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসক চত্বরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খাঁন।
এসময় প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন এবং মানবাধিকার কর্মী ও সংগঠনকে মানবসেবায় যথাযথ কাজ করার আহবান জানান।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান, আয়ুব আলী রানা, শেখ আমিরুল ইসলাম অপু, হীরক চৌধুরী, মুন্সি আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হান্নান সহ রাইটস যশোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক চত্বর থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে র্যালী প্রদর্শণ করে করোনা সচেতনতায় জনসাধারণের মাঝে মাষ্ক বিতরণ করা হয়।