সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শার বারোপোতা বিলে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে কয়েকশ মিটার জাল অপসারণ করা হয়েছে। অবাধে মাছের চলাচল ও সর্বসাধারণের জন্য বিলে মাছ ধরা উন্মুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসনা শারমিন মিথি’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসনা শারমিন মিথি বিষয়টি নিশ্চিত করে বলেন,জনস্বার্থে এ ধরণের ভ্রাম্যমান আদালত আগামীতে অব্যহত থাকবে বলে তিনি জানান।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা, পুলিশ বিভাগ ও গ্রাম পুলিশ।