বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
কুমিল্লার ৭ আসনে প্রার্থী চূড়ান্ত করল তৃণমূল বিএনপি দাউদকান্দিতে ভূয়া দুই চিকিৎসককে জরিমানা কুমিল্লার ১১ সংসদীয় আসনে মনোনীত হলেন যারা জেলা কমান্ড্যাট-এর সাহসিকতায় ছিনতাইকারী গ্রেফতার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাইউস্টের ত্রয়োদশ শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুরাদনগরে পানিতে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু মুরাদনগরে গোমতী নদীর চরে এসিল্যান্ড’র অভিযান, লাখ টাকা জরিমানা মুরাদনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিস নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত ইউসুফপুর আইডিয়েল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য প্রার্থী নাজমুল হোসেন সরকার দাদীকে হত্যার পর জানাজা ও দাফনে অংশ নেয় খুনী সাগর কুমিল্লা মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত মুরাদনগরে দূর্গা পূজা উপলক্ষে সম্প্রীতি সমাবেশ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুমিল্লায় বিপুল পরিমাণ চোরাই যানবাহন’সহ চোরচক্রের ১২ সদস্য গ্রেফতার

যশোরে ব্যাংকের টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ৪ সদস্যসহ আটক-৭

  • আপডেটের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪২৩ বার পড়া হয়েছে
যশোরে ব্যাংকের টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ৪ সদস্যসহ আটক-৭

সোহেল রানা, যশোর প্রতিনিধি:

যশোরে ব্যাংক এশিয়ার গ্রাহকের টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ৪ সদস্য ও অবৈধ পথে ভারত গমনাগমনের সহযোগী ৩ সদস্যসহ ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঘারপাড়া থানাধীন চতুরবাড়ীয়া বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট শাখার এজেন্ট আনোয়ার জাহিদ ও তার সহযোগীরা ( ২০২০-২০২১) সালে ৩৪ জন গ্রাহকের আমানতের টাকা ব্যাংকে জমা না দিয়ে প্রতারণা করে আনুমানিক মোট ৪১,০০৬০০/- ( এক চল্লিশ লক্ষ ছয়শত) টাকা আত্মসাৎ করে আনোয়ার জাহিদ আত্মগোপন করে।

এই ঘটনায় আনোয়ার জাহিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যাংক এশিয়ার পক্ষে রিলেশনশিপ অফিসার লিকো আহম্মেদ বাদী হয়ে মামলা করে।মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম তদন্তের জন্য জেলা গোয়েন্দা ডিবি পুলিশকে দায়িত্ব দেন।এবং পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ওসি ডিবি সোমেন দাশের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) রুপন কুমার সরকার, পিপিএম, (এসআই) মফিজুল ইসলাম, পিপিএম ও (এসআই) আরিফুল ইসলাম, (এসআই) শামীম হোসেনের সমন্বয়ে ডিবির একটি চৌকশ টিম (০৬ জুলাই) রাত থেকে( ০৭ জুলাই) সকাল পর্যন্ত যশোর জেলার বাঘারপাড়া থানার খাজুরা,হালদা এলাকায়, বেনাপোর্ট পোর্ট থানা এলাকায় এবং চৌগাছা ও কোট চাঁদপুর, ঝিনাইদহ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা ও গ্রাহকের টাকা আত্মসাৎ চক্রের ০৪ সদস্যসহ মূল হোতা প্রধান আসামী আনোয়ার জাহিদ অবৈধপথে সীমান্তবর্তী দেশ ভারতে গমনাগমনের সহযোগীতার অপরাধে ০৩ জনকে গ্রেফতার করে।

আটকরা হলেন– (১) মোঃ আনোয়ার জাহিদ (৪৫), পিতামৃত- জিন্দার আলী মোল্লা, গ্রাম- হালদা, (২) মোঃ মুশফিকুর রহমান @ রতন (৩০), পিতা-মোঃ আবু বাক্কার কাজী, গ্রাম–ছয়ঘড়িয়া, থানা-শালিখা, জেলা- মাগুরা,এ/পি গ্রাম–খাজুরা বাজার (শ্বশুর মাওঃসোলাইমান এর বাসা), (৩) মোঃ মাজেদ মোল্লা (৫০), (৪)মোঃ আব্দুল আজিজ মোল্লা (৪৮), উভয় পিতামৃত জিন্দার আলী মোল্লা, গ্রাম -হালদা,সর্বথানা- বাঘারপাড়া, তদন্তে প্রাপ্ত আসামী (৫) মোঃ শাহিন হোসেন (৩৫),পিতামৃত- আব্দুল হোসনে, সাং- বানিয়াবহু পশ্চিমপাড়া, থানা-কোতয়ালী,(৬) মোঃ রজ্জত আলী (৪৫),পিতা মৃত-আয়না ঢালী,সাং মহিষাডাঙ্গা (মাঝেরপাড়া) বারোপোতা,(৭) মোঃ ইমানুর হোসেন,(৫২),পিতা-রবিউল ইসলাম, সাং-শিকড়ী পশ্চিমপাড়া।

এসময় আসামীদের ব্যবহৃত ৪টি মোবাইল,২৭টি গ্রাহকের আমানত জমা বই ( যাহা প্রতারক আনোয়ার জাহিদ কর্তৃক প্রস্তুতকৃত ও গোপনকৃত) এবং আত্মসাৎকৃত নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক জাল জালিয়াতি ও চেক ডিজ-ওনার মামলা আছে বলে জানায় পুলিশ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com