সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
আত্মমানবতার সেবার লক্ষ নিয়ে যশোরের শার্শায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান হোসেন আলীর আর্থিক সহযোগিতায় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের আয়োজনে ৭ম পর্বে শার্শার বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ কওমী মাদ্রাসা, জান্নাতা খানম মহিলা কওমী মাদ্রাসা ও হেফজোখানা এতিম শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা পর্ষদের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ্ সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান হোসেন আলী,দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান,প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা,ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ডাঃ আনিসুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাহজাহান আলী, জান্নাতা খানম মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কামাল হোসাইন,যুবলীগের ৬নং ওয়ার্ড সভাপতি মশিয়ার রহমান,মফিজুর রহমান, সাংবাদিক জসিম উদ্দিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী চৌগাছা উপজেলার ধূলিয়ানি ইউনিয়নের রামভদ্রপুর কুষ্টিয়া গ্রামে নব মুসলিম পরিবারের মাঝে চাল, তেল, তরিতরকারি ও আর্থিক সহযোগিতা করেন এবং পরিবারের খোঁজ খবর নেন।